দ্য ওয়াল ব্যুরো: ট্রফিটা কে জিতেছে?
চেলসি (Chelsea)।
ট্রফিটা রেখেছেন কে?
ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
ট্রফিটা এই মুহূর্তে কোথায়?
ওভাল অফিসে (Oval Office), ল্যাম্পের কাছে, খুব সম্ভবত মেলানিয়ার পুরনো ফুলদানি সরিয়ে রাখা।
এটাই আধুনিক ফুটবল নব্য বাস্তবতা। ম্যাচ জেতে ক্লাব। আর ট্রফি যায় রাষ্ট্রপ্রধানের ডেস্কে! একেবারে ফাইলবন্দি কাগজপত্রের পাশ ঘেঁষে, যেখানে দিন ঘুরলে কোনওদিন শান্তির নোবেলও ঠাঁই পেতে পারে!