দ্য ওয়াল ব্যুরো: ওবিসি তালিকা (OBC List) পুনর্গঠনের সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। ক্যাবিনেটে সদ্য ঘোষিত তালিকা নিয়ে বড় অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, মূলত একটি সম্প্রদায়কে খুশি করতেই এই পরিবর্তন আনা হয়েছে। এর ফলে হিন্দু ওবিসি গোষ্ঠীর বড় অংশ কার্যত বঞ্চনার শিকার হচ্ছেন।