দ্য ওয়াল ব্যুরো: ওবিসি তালিকা সংক্রান্ত (OBC List) মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court ) স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। নতুন তালিকা নিয়ে কলকাতা হাইকোর্ট যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, তা বাতিলের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে পৌঁছল রাজ্য।
রাজ্যের পক্ষে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি দায়েরের আর্জি জানান। দ্রুত শুনানির আবেদন জানিয়ে তিনি বলেন, “নতুন তালিকা তৈরি হয়েছে সমস্ত নিয়ম মেনে। অথচ হাইকোর্ট বলছে, নিয়ম মানা হয়নি।”