দ্য ওয়াল ব্যুরো: সোনার বাজারে ফের পতন। মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ৮০ হাজারের ঘরে গহনা সোনা। পর পর ৩-৪ দিন ৯০ এর ঘরে থাকার পর ফের একবার কমল দাম। সোমবার গহনা ও পাকা সোনা, দুইয়ের দরই কমেছে।
মাঝে সোনার দাম লক্ষ ছাড়িয়েছিল প্রায়, এখন তা অনেকটাই নাগালের মধ্যে চলে এসেছে। কিছুদিন আগে ১০ গ্রাম গহনা সোনার দাম ৮০ হাজারের ঘরে ঢুকে যায়। কিন্তু আবার ৯০ ছাড়ায়। আজ ফের নাম ৯০-এর নীচে।
কলকাতায় সোমবার ২২ ক্যারেট, গহনা সোনার ১০ গ্রামের দাম ৮৯,৫০০ টাকা। ৪০০ টাকা কমেছে গতকালের তুলনায়। ২৪ ক্যারেট, পাকা সোনা ১০ গ্রামের দাম আজ ৮৭,৬৪০ টাকা।
#REL