দ্য ওয়াল ব্যুরো: কখনও কখনও কোনও ভবিষ্যদ্বাণী এতটাই নিখুঁতভাবে মিলে যায় যে তা হয়ে ওঠে সময়ের এক অমূল্য মুহূর্ত। আজ শাহরুখ খানের জাতীয় পুরস্কার জয় নিয়ে যেমন উচ্ছ্বসিত গোটা দেশ, তেমনই এক বিশেষ স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী সান্যা মালহোত্রা। জানালেন, এই জয় আসলে একদিনের ঘটনা নয়—তার শুরু ‘জওয়ান’-এর সেটেই।
#REL