দ্য ওয়াল ব্যুরো: মাত্র এক মাস আগেই ছেলের বিয়ে দিয়েছিলেন উমা রঘুবংশী। বিয়ের কিছুদিন পর ছেলে রাজা স্ত্রী সোনমকে নিয়ে মধুচন্দ্রিমার জন্য মেঘালয়ে রওনা দেন। এপর্যন্ত সব ঠিক ছিল। স্বভাবতই খুশি ছিল দুই পরিবার। কিন্তু ছেলে আর ঘরে ফেরেননি। আসেননি বৌমাও। মেঘালয়ের গিরিখাতে মেলে রাজার দেহ, আর সোনম, দিনের পর দিন নিখোঁজ থাকার পর হঠাৎ রবিবার আত্মসমর্পণ করেন উত্তরপ্রদেশের গাজিপুরে। বর্তমানে সোনম মেঘালয় পুলিশের ট্রানজিট হেফাজতে রয়েছেন এবং স্বামীর মৃত্যুর মূল সন্দেহভাজন হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।