দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরের রাজা রঘুবংশী খুনে (Raja Raghubangshi Murder Case) একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। মূল অভিযুক্ত হিসেবে স্ত্রী সোনম রঘুবংশী এবং তাঁর প্রেমিক রাজ কুশওয়াহাকে গ্রেফতার করেছে পুলিশ। রক্তমাখা রেনকোট, খুকরি-সহ (ধারাল অস্ত্র) একাধিক তথ্যপ্রমাণ উদ্ধার হয়েছে।