দ্য ওয়াল ব্যুরো: পহেলগামের জঙ্গিহানার ঘটনার (Pahalgam Attack) পর জঙ্গি নিধনে কড়া পদক্ষেপ শুরু করে ভারত। সীমান্তে তল্লাশি অভিযান শুরু হয়। এরই মধ্যে 'ভুল করে' পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত টপকে যান বাংলার বাসিন্দা বিএসএফের (BSF Jawan) ১৮২ নং ব্যাটেলিয়নের সদস্য কনস্টেবল পূর্ণম কুমার সাউ (PK Shaw)। তাঁকে আটক করে পাক রেঞ্জার্সরা। সেই ঘটনার প্রায় ২০ দিন পর বুধবার ভারতে ফেরেন ওই জওয়ান। আর কর্মস্থলে পৌঁছেই আগে ফোন করেন স্ত্রীকে। ভিডিও কলে (Video Call) বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা।