দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধেয় নিজের বাড়িতে ফিরেছেন ২৩ দিন পাকিস্তানের হাতে বন্দি থাকা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। তাঁর ফিরে আসাকে উৎসবের মতো উদযাপন করছেন রিষড়ার (Rishra) বাসিন্দারা। এখনও তাঁর বাড়িতে পাড়া-পড়শির ঢল। এরই মধ্যে শনিবার বিএসএফ জওয়ানের সঙ্গে ভিডিও কলে (Video Call) কথা বলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ণমকে তিনি আশ্বাস দিয়ে বলেন, 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়'।