দ্য ওয়াল ব্যুরো: সীমান্ত নিরাপত্তা (Border Security) জোরদার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) আবারও বড় সাফল্য পেল। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের (India Bangladesh Border) চরভদ্রা ফরওয়ার্ড বর্ডার আউটপোস্টে মোতায়েন বিএসএফ-এর ১৪৬ ব্যাটেলিয়নের জওয়ানরা মাটির নীচে লুকনো সোনা উদ্ধার করেছে।
তল্লাশির সময় লাল কাপড়ে মোড়া মোট আটটি সোনার বিস্কুট (Gold Biscuit) মাটির নীচ থেকে পাওয়া যায়। সূত্র মারফৎ জানা গেছে, ওই সোনার মোট ওজন ৮৩২.৫৫০ গ্রাম এবং এর আনুমানিক আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১.০৯ কোটি টাকা।