দ্য ওয়াল ব্যুরো: 'নেপোটিজম' বিতর্ক বলিউডে নতুন নয়। একাধিকবার এই ইস্যুতে সরব হয়েছেন ইন্ডাস্ট্রির বাইরের অভিনেতারা। এবার নিজের ভ্লগে অজয় দেবগনের সঙ্গে আলোচনায় এই বিষয়ে মুখ খুললেন অর্চনা পুরণ সিং। তাঁর মতে, ফিল্ম পরিবার থেকে আসা ছেলেমেয়েদের মধ্যে ছোট থেকেই কাজের শৃঙ্খলা ও পেশাদারিত্ব গড়ে ওঠে। অজয় দেবগনও তাঁর বক্তব্যে একমত প্রকাশ করেন।
অর্চনার দুই ছেলে—আর্যমান ও আয়ুষ্মান—নিজেরাও অভিনয়ে কেরিয়ার গড়তে আগ্রহী। অন্যদিকে, অজয়ের ভাইপো আমান দেবগন সম্প্রতি আত্মপ্রকাশ করেছেন রাভিনা টন্ডনের মেয়ে রাশা থাডানির সঙ্গে, 'আজাদ' ছবিতে। প্রযোজনা করেছেন খোদ অজয়।
#REL