দ্য ওয়াল ব্যুরো: ভোররাতে সোদপুরে (Sodepur) ভেঙে পড়ল বহু প্রাচীন এক বসতবাড়ি। প্রাচীন সেই বাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের এমএন চ্যাটার্জি রোড এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দেবকুমার শ্রিমানী। দীর্ঘদিন ধরেই ভগ্নদশায় পড়ে থাকা ওই বাড়িতে তিন শরিক একসঙ্গে বসবাস করতেন। অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের একাধিকবার সতর্কতা সত্ত্বেও কোনও রকম মেরামতির উদ্যোগ নেননি বাসিন্দারা।