দ্য ওয়াল ব্যুরো: চোর বলে কি মানুষ নয়! তার কি খিদে পেতে পারে না! মাটনের দাম তো আকাশ ছুঁয়েছে। সামনে যদি মাটন, চিকেনের মতো লোভনীয় খাবারদাবার রাখা থাকে তাহলে চুরি পরেও হবে, খাওয়ার সুযোগ ছাড়া যাবে না।
আরামসে চিকেন, মাটন কোল্ড ড্রিংকস সাঁটিয়ে বাসনকোসন চুরি করে নিঃশব্দে পালিয়ে গেল চোর। এমন ঘটনা ঘটেছে ময়নাগুড়ির খাগড়াবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতে এলাকায়। সেখানে রয়েছে খুকশিয়া পার্ক। ওই পার্কের রেস্তরাঁয় ঘটেছে এই উৎপাত। ঘটনার তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ।
#REL