দ্য ওয়াল ব্যুরো: রাজা রঘুবংশী হত্যাকাণ্ড ধীরে ধীরে দেশের অন্যতম রহস্যজনক খুনের ঘটনায় পরিণত হচ্ছে। মেঘালয়ের পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে স্ত্রী সোনম রঘুবংশী এবং তাঁর প্রেমিক রাজ কুশওয়ার বিরুদ্ধে। খুনের ছক কষার কথা স্বীকারও করেন সোনম। এবার সেই খুনের রহস্যভেদে মেঘালয় পুলিশ চালাচ্ছে ‘অপারেশন হানিমুন।’
খুনের পর কোথায় কোথায় ঘুরলেন সোনম?
২৩ মে, মেঘালয়ের নঙরিয়াট গ্রামের ‘শিপারা হোমস্টে’ থেকে বেরিয়ে যান যুগল। এরপরই তাঁদের খোঁজ মিলছিল না। ২ জুন, একটি গভীর খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ।
#REL