দ্য ওয়াল ব্যুরো: হোক না প্রি-সিজন ফেন্ডলি (Pre-Season Friendly)। তাতে কী! বছর তেতল্লিশের রোনাল্ডো (Cristiano Ronaldo) ফের হ্যাটট্রিক (Cristiano Ronaldo Hat-Trick) করে বুঝিয়ে দিলেন লড়াইয়ের মঞ্চটা বদলে যেতে পারে, কিন্তু তাঁর জেতার খিদে এতটুকু ফিকে হয়নি। পর্তুগালের এস্তাদিও দো আলগারভে-তে গতরাতের প্রস্তুতি ম্যাচে রিও আভেকে (Rio Ave) ৪-০ গোলে হারাল আল নাসের (Al-Nassr)। আর এই জয়ের নায়ক একাই—রোনাল্ডো। প্রথমটা ডান পায়ে নিখুঁত ফিনিশ, দু’নম্বর গোল এল হেডারে, তৃতীয় গোল পেনাল্টি থেকে। আর এভাবেই সেরে ফেললেন দুরন্ত হ্যাটট্রিক।