দ্য ওয়াল ব্যুরো: যখন দেশের উপরে বাড়ছে হুমকি, তখন একজন সৈনিকের সামনে এসে দাঁড়ায় সবচেয়ে কঠিন প্রশ্ন—সে কী বেছে নেবে? দেশ, যার জন্য শপথ নিয়েছে, নাকি সেই পরিবার যাকে ভালোবাসে প্রাণ দিয়ে? ‘সরজমিন’ ঠিক এই দ্বন্দ্বের গল্প। ২৫ জুলাই থেকে জিওহটস্টারে স্ট্রিমিং শুরু হতে চলেছে এই থ্রিলার, যা যুদ্ধের গন্ধ ছড়ালেও তার গভীরে লুকিয়ে আছে হৃদয় বিদারক আবেগ।
#REL