দ্য ওয়াল ব্যুরো: গত বছর নভেম্বর মাসে তাঁকে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে পাঠানো হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাকাডেমিতে। ৭ মাস পর নতুন দায়িত্ব পেলেন মুরলীধর শর্মা (Murli Dhar Sharma)।
সোমবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে, ব্যারাকপুরের কমিশনার (Barrackpore CP) পদে নিযুক্ত করা হয়েছে মুরলীধর শর্মাকে। এতদিন এই পদে ছিলেন অজয়কুমার ঠাকুর (Ajay Kumar Thakur)। তাঁকে এখন ডিআইজি-সিআইডি (DIG CID) পদে নিযুক্ত করা হয়েছে।