দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘন হচ্ছে। আইএসএল-এর টিকে থাকা নিয়ে প্রশ্নের মাঝেই এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের কাছে হার ভারতের লজ্জা বাড়িয়ে দিল। দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ ভারতকে হারাল ১-০ গোলে। এর আগে ২০০৩ সালে শেষবার ভারতকে পরাজিত করেছিল তারা।
ম্যাচে ভারতীয় দলের ছন্নছাড়া ফুটবল, স্ট্রাইকারদের ব্যর্থতা এবং সংগঠনের অভাব স্পষ্ট হয়ে ওঠে। কোচ খালিদ জামিলের তরুণ দলকে এই ভুলের মাশুল দিতে হয় শেখ মোর্সালিনের একমাত্র গোলের মাধ্যমে। ম্যাচের শুরুতে ভারত কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, মাত্র ১১ মিনিটেই খেলার গতির বিরুদ্ধে গোল পেয়ে যায় বাংলাদেশ।