দ্য ওয়াল ব্যুরো: স্পাইডার প্ল্যান্ট (Chlorophytum comosum) ঘরের এক কোণে রাখার মতো সুন্দর এক গাছ, ঘরের সৌন্দর্য বাড়াতে তার জুড়ি নেই। অনেকেই বলে থাকেন এই গাছ ঘরে রাখলে নাকি ঘরের হাওয়া শোধন করতে পারে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্টের দাবি, NASA-র ১৯৮৯ সালের Clean Air Study বলেছিল, স্পাইডার প্ল্যান্ট ফর্মালডিহাইড, জাইলিন, টলুইনের মতো ক্ষতিকর রাসায়নিক কিছুটা শোষণ করতে পারে। কিন্তু সত্যি কি তাই?