দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রথম ই-ওয়েস্ট ইকো পার্ক (E Waste Eco Park) তৈরি করতে চলেছে দিল্লি (Delhi)। জায়গা ঠিক হয়েছে হলম্বি কালানে (Holambi Kalan)। যেখানে ইলেকট্রনিক বর্জ্য (Electronic Waste)—যেমন পুরনো কম্পিউটার, মোবাইল, টিভি বা অন্যান্য যন্ত্রপাতি—বিজ্ঞানসম্মতভাবে রিসাইকল করে আবার ব্যবহারযোগ্য করে তোলা হবে।
এই পার্ক তৈরি হচ্ছে ১১.৪ একর জমির উপর, যেখানে বছরে প্রায় ৫১ হাজার মেট্রিক টন ই-বর্জ্য প্রক্রিয়াকরণ করা যাবে। জানা গিয়েছে, এখানে কাজ হবে ১০৬ ধরনের ই-বর্জ্য নিয়ে, যেগুলো ভারত সরকারের ২০২২ সালের নিয়মে বলা আছে।