সাবিনা ইয়াসমিন
‘দিদি, এই ছবি কি তোমার এলাকায়?’
এই মর্মে একাধিক ছবি বা ভিডিও প্রতিবছরই আসে ইনবক্সে। কেউ পাঠান বিস্ময়ে, কেউ পাঠান কৌতূহলে। কেউ হয়তো পাঠান, ঘৃণাতেও। কী ছবি? না রাস্তা ভরা লালচে জল বয়ে যাচ্ছে। নোংরা, পূতিগন্ধময় সে জলে হাঁটছেন মানুষজন। পার্ক সার্কাসের মানুষজন। প্রতি বছরই এই সময়ে কুরবানি ইদের পরে নাকি এমনই রক্তের নদী বয়ে যায় পার্ক সার্কাসে। আর সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।