দ্য ওয়াল ব্যুরো: স্বামী-স্ত্রীর রসায়নে তৃতীয় মানুষের আনাগোনা! বলিউডের ইতিহাসের (History of Bollywood) পাতা উল্টে দেখলে একের পর এক এমন সম্পর্কের সমীকরণ (love stories in bollywood) উঠে আসবে, তাতে অবাক বা আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে কিছু কিছু সম্পর্ক নিয়ে বরাবর কৌতূহল থেকে গেছে মানুষের।
সব কিছু ঠিক রেখে বিবাহিত জীবন এগিয়ে নিয়ে গেলেও কোথাও তাল কেটে গেছে, তা যখনই সামনে এসেছে - বলিউডপ্রেমীদের চোখের সামনে ভেসে এসেছে একটাই ছবি ‘সিলসিলা’র (Silsila) ঐতিহাসিক মুহূর্ত।
ছবিটা যখন তৈরি হয়, সেই সময়টা বলিউডের জন্য ছিল এক অন্য অধ্যায়।
#REL