দ্য ওয়াল ব্যুরো: কেরলের কলামন্দলমের (Kerala) ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে চলেছেন ১৬ বছরের সাবরি (Sabri)। ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ নৃত্যসংস্থা কেরল কলামন্দলম-এ (
দ্য ওয়াল ব্যুরো: ভুটান থেকে ভারতে বিলাসবহুল গাড়ি পাচারের অভিযোগে বড় ধরনের তদন্ত শুরু করেছে শুল্ক বিভাগ (Customs Commissionerate)। ‘অপারেশন নামখোর’ নামে এই অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার কেরালার ৩০টিরও বেশি স্থানে তল্লাশি চালানো হয়েছে। জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দুলকার সলমন এবং অভিনেতা অমিত চক্কালক্কালের বাড়ি থেকেও শুল্ক বিভাগ গাড়ি জব্দ করেছে।
দ্য ওয়াল ব্যুরো: শাড়ি পরেও যেন শান্তি নেই! এক মহিলা যাত্রীর বুকের দিকে ঠায় তাকিয়ে বসে আছেন পাশে বসে থাকা বয়স্ক সহযাত্রী (Kochi woman bus harassment)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমনই এক ভিডিও (Kerala woman harrassment in onam saree viral video) ঘিরে তোলপাড় হয়ে উঠেছে ইন্টারনেট দুনিয়া। একই সঙ্গে উসকে দিয়েছে, সমাজে মহিলাদের সঙ্গে হওয়া একের পর এক নির্যাতনের কারণ এবং শুরু হয়েছে তা নিয়ে বিতর্ক।
দ্য ওয়াল ব্যুরো: কেরলের ত্রিশূরের ভেল্লাঙ্গুলারে স্বামীর বাড়িতে আত্মঘাতী হলেন এক গর্ভবতী মহিলা। ২৩ বছরের ফাসিলাকে ২৯ জুলাই ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে নেমে ইরিঞ্জালকুডা থানার পুলিশ গ্রেফতার করেছে তাঁর স্বামী নওফাল এবং শাশুড়ি রামলাকে। বুধবার তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: 'ইন্ডিয়া দ্যাট ইজ ভারত' সংবিধানের স্বীকৃত বাক্য হলেও, 'ভারত'-এর (Bharat) নিজস্ব পরিচয় আর গুরুত্বকেই বেশি করে সামনে আনতে চাইছে আরএসএস (RSS)। কেরলের কোচিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সর সঙ্ঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat)। বলেন, “ভারত একটি বিশেষ্যপদ (proper noun)। একে অনুবাদ করা উচিত নয়। লেখা ও বলার সময়ে ভারতকে ভারত হিসেবেই রাখতে হবে।”
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে এদেশের খবর দেওয়া ও পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসাজসের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে। হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ও তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ। এই পরিস্থিতিতে দেশে রীতিমতো তাঁর কর্মকাণ্ডে হইচই পড়েছে। জানা যাচ্ছে, এই ট্রাভেল ভ্লগারকে রাজ্যের পর্যটন প্রোমোট করার জন্য কিছুদিন আগেই নিয়ে যাওয়া হয়েছিল কেরলে। সরকারি তত্ত্বাবধানে রেখে তাঁকে ঘোরানো বিভিন্ন জায়গায়।
দ্য ওয়াল ব্যুরো:ক্লাস ফোরে স্কুলে বন্ধুর হাতে মার খাওয়ার প্রতিশোধ তুললেন এক সহপাঠী। তবে মাঝে কেটে গিয়েছে ৫০টি বছর। ৬২ বছরের এক বৃদ্ধকে মারধরের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে বর্তমানে বৃদ্ধ ওই সহপাঠী সহ দুজনকে। কেরলের কাসরগোড় জেলায় এরকমই আশ্চর্য ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, ৫০ বছর আগে ছেলেবেলার বচসার কারণে এটা ঘটে।