দ্য ওয়াল ব্যুরো: অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) কন্যা বাংলা সিরিয়ালে (Bangla Serial) কামব্যাক করছেন এ তো খবর ছিলই। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে বেশ কিছুদিন অভিনয়ের পর বিরতি নিয়েছিলেন নবাগতা অভিনেত্রী সাইনা চ্যাটার্জী (Saina Chatterjee)। এবার আবার অভিষেক কন্যা ফিরছেন ছোট পর্দায়। সঙ্গে রয়েছেন 'মিঠিঝরা' খ্যাত অভিনেতা মৈনাক ঢোল (Mainak Dhol)। তবে এবার আর আধুনিকা মেয়ের চরিত্রে নয় গ্রাম্য মেয়ের চরিত্রে ফিরছেন সাইনা। কোন সিরিয়ালে কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?
যদিও এই ধারাবাহিকে ফুটে উঠবে দুটো জুটির গল্প।