দ্য ওয়াল ব্যুরো: ১১ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) রওনা দেওয়ার কথা ছিল অ্যাক্সিয়ম-৪ (Ax-4) মিশনের। কিন্তু ফের একবার সেই যাত্রা পিছিয়ে গেল, জানিয়েছে স্পেসএক্স। রকেটের ‘স্ট্যাটিক ফায়ার’ টেস্টের পর, বুস্টার পর্যায়ে লিক্যুইড (তরল) অক্সিজেন (LOx) লিকের কারণে মিশনটি আপাতত স্থগিত করা হয়েছে।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে স্পেসএক্স জানায়, ‘লিক্যুইড অক্সিজেন লিকএর সমস্যাটি মেরামতের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন। তাই আগামিকালের ফ্যালকন-৯ উৎক্ষেপণ আপাতত স্থগিত রাখা হচ্ছে। মেরামতের কাজ শেষ হলে এবং রেঞ্জ নিয়ে নিশ্চিত হওয়ার পর নতুন উৎক্ষেপণের তারিখ জানানো হবে।’