দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ISS) রওনা দেওয়ার কথা ছিল অ্যাক্সিয়ম-৪ (Axiom-4) মিশনের। ভারতের বায়ুসেনার পাইলট শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী এই অভিযানে অংশ নিতে চলেছিলেন। তবে যাত্রার নির্ধারিত দিন মঙ্গলবার ফের একবার তা স্থগিত করা হল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) চেয়ারম্যান ভি নারায়ণন এক বিবৃতিতে জানান, স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে একটি লিক ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।