দ্য ওয়াল ব্যুরো: চার দশকেরও বেশি সময় পরে ভারতের হয়ে আবার মহাকাশে পা রাখলেন এক বীরসেনা। এয়ার ফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ISS) পৌঁছে দিলেন ভারতের স্বাদ—আমরস, মুগ ডাল হালুয়া আর গাজরের হালুয়া। সেই ব্যবস্থা কে করে দিয়েছে? চলুন জেনে নেওয়া যাক।