দ্য ওয়াল ব্যুরো: ২৫ জুন ২০২৫, দুপুর ১২টা ১ মিনিট। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আকাশে উড়ল ভারতের গর্ব, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশযান। Axiom-4 মিশনের অংশ হিসেবে আজ, রাকেশ শর্মার চার দশক পর, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাড়ি দিলেন এক জন ‘ভারতীয়’। কিন্তু এই যাত্রা শুধুই এক নভোচরের নয়—এ এক সাধারণ পরিবারের ছেলে শুভাংশুর অসাধারণ স্বপ্নপূরণের কাহিনি।
লখনউয়ের একতলা বাড়ি থেকে মহাকাশের ঠিকানা