দ্য ওয়াল ব্যুরো: দলকে ম্যাচ জিতিয়ে ফেরার পরও জায়গা গেল। ২০০৯ সালে নিউজিল্যান্ড সফরশেষে বুঝে গেলেন, অধিনায়ক এমএস ধোনির পরিকল্পনায় তিনি আর নেই।
অবসরের পাঁচ বছর বাদে জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে অবশেষে মুখ খুললেন ইরফান পাঠান। জানালেন, গ্যারি কার্স্টেনের মুখে শোনা এক লাইনের সংক্ষিপ্ত উত্তরই তাঁর কাছে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার করে দেয়।