দ্য ওয়াল ব্যুরো: চাঁদ দেখতে যারা মুখিয়ে থাকেন, তাদের জন্য আজ বিশেষ দিন। কারণ, আজ রাতেই দেখা যাবে বছরের প্রথম পূর্ণচন্দ্র। জুন মাসের সুপার মুনকে বলা হয় ‘স্ট্রবেরি মুন।’ শুধু রূপে নয়, গুরুত্বও রয়েছে এর অনেক।
‘স্ট্রবেরি মুন’ নামটি এসেছে উত্তর আমেরিকার আদিবাসী আলগোনকুইন সম্প্রদায়ের কাছ থেকে। তাঁদের মতে, জুন মাসের এই সময়ে সামান্য কিছুক্ষণের জন্য স্ট্রবেরি ফল সংগ্রহের ঋতু শুরু হয়। সেকারণেই এই পূর্ণচন্দ্রের নাম রাখা হয়েছে ‘স্ট্রবেরি মুন।’ যদিও চাঁদটি কোনওভাবেই গোলাপি বা লালচে রঙের হয় না, কিন্তু এই নামের সঙ্গে জড়িয়ে আছে গ্রীষ্মকালীন ফলের ঋতুর আগমনের বার্তা।