দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেমন ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে এদেশের ঘরোয়া রাজনীতি সরগরম, তেমনই আরও এক সাময়িক যুদ্ধবিরতির উপর নজর রয়েছে গোটা দুনিয়ার। আমেরিকা-চিন শুল্ক যুদ্ধের (US China Tariff War) সাময়িক বিরতি ঘোষণা করা হয়েছে। তার ঠিক পরদিনই, আমেরিকার উদ্দেশে কড়া বার্তা দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন,“শুল্ক যুদ্ধ কিংবা প্রভুত্ব বিস্তারের মানসিকতায় কেউই জেতেন না। এই ধরণের আচরণ শেষমেশ একঘরে হয়ে যাওয়ার দিকেই ঠেলে দেয়।”