দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ফুটবলে রূপকথা সত্যি করল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও (Curacao)। মাত্র ১ লক্ষ ৫৬ হাজার জনসংখ্যার এই ছোট দেশটি ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করল—বিশ্বকাপ ইতিহাসে যোগ্যতা পাওয়া দেশগুলির মধ্যে তারাই ক্ষুদ্রতম। জামাইকার (Jamaica) মাঠে শেষ ম্যাচে ০–০ ড্র-ই গতকাল স্বপ্নপূরণের জন্য যথেষ্ট ছিল।