শুভঙ্কর চক্রবর্তী
সোমনাথ নন্দীর পানবিড়ির দোকান। লেক মলের কাছে। ভাড়া বাড়ি ভবানীপুরে। মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে। ছেলের বয়স মাত্র চার, রুদ্রীক। স্কুলে এখনও ভর্তি হয়নি। আর মেয়ে মেঘনা। ক্লাস ফাইভে পড়ে। অর্থের টান যে রয়েছে তা মা সোমার সঙ্গে কথা বলে বোঝা যায়। অভাব-অনটনের সংসারে ছেলে-মেয়েকে নিয়ে যতটুকু সুখের করা সম্ভব, তেমনটাই রেখে চলেছেন সোমনাথ নন্দী। মাসে দশ হাজার ইনকাম। তা দিয়েই সংসার থেকে স্কুল সবই টানতে হয়।
#REL