দ্য ওয়াল ব্যুরো: প্রেমিক রাজা কুশওয়াহাকে বিয়ের পথে বাধা ছিল 'মঙ্গল'! সেই দোষ (Mangal Dosh) কাটাতেই রাজা রঘুবংশীকে (Raja Raghubanshi Murder Case) বিয়ে করেছিলেন সোনম। চাঞ্চল্যকর দাবি করলেন নিহত রাজার দাদা সচিন রঘুবংশী।
এক সংবাদমাধ্যমের সামনে সচিন বলেন, 'সোনমের (Sonam Raghubanshi) কুষ্ঠিতে মঙ্গল দোষ ছিল। এই কারণে তাঁর পরিবার এমন একজনকে খুঁজছিলেন যার কুষ্ঠিতেও মঙ্গল দোষ আছে। সেই সূত্র ধরেই রাজার কাছে বিয়ের প্রস্তাব গিয়েছিল। সেইসময়েও সোনমের পরিবার জানতেন যে তাঁদের বাড়ির মেয়ে রাজ কুশওয়াহা নামের যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন।