দ্য ওয়াল ব্যুরো: মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন হন ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী (Raja Raghuvanshi Murder Case)। সেই হাড়হিম করা হত্যাকাণ্ড নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা। ছবির নাম আপাতত ঠিক হয়েছে ‘হানিমুন ইন শিলং’ (Honeymoon in Shilong)। ছবির পরিচালনায় এস পি নিমবাওয়াত। ইতিমধ্যেই রঘুবংশী পরিবারের তরফে সিনেমা নিয়ে সম্মতি জানানো হয়েছে।
পরিচালক জানিয়েছেন, ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। তবে অভিনেতা-অভিনেত্রীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। সিনেমার ৮০ শতাংশ শ্যুটিং হবে ইন্দোরে। আর বাকি অংশ শ্যুট করা হবে মেঘালয়ের (Meghalaya Murder Case) বিভিন্ন এলাকায়।
#REL