দ্য ওয়াল ব্যুরো: বাংলা বছরের শুরুর দিকে কিছুটা স্বস্তি দিয়েছিল সোনার দাম। তারপর আবারও শেষ কয়েক মাসে ধাপে ধাপে অনেকটা বেড়েছে সোনালি ধাতুর দাম (gold price)। এক লক্ষের আশেপাশে ঘুরেছে টাকার অঙ্ক। রীতিমতো ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছিল মধ্যবিত্তের।
এভাবেই দাম বাড়তে থাকলে ওয়াকিবহাল মহল মনে করছে, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত গ্রাহকদের জন্য তা যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে উঠবে। অক্ষয় তৃতীয়ার ঠিক পর দিন থেকেই শুরু হয় সোনার দামে পতনের ধারা। আবারও দাম তাড়াতাড়ি আসবে পকেটের নাগালে সেই আশাতেই রয়েছেন মানুষ।
#REL
বুধবার কলকাতার বাজারে কত দাম যাচ্ছে সোনার (gold price today)?