দ্য ওয়াল ব্যুরো: ধোঁয়া, আগুন, আর গনগনে তাপের মাঝেও নিজের ৮ মাসের ছেলেকে আগলে রেখেছিলেন মা মনীষা কচ্ছাড়িয়া। গত ১২ জুন, এয়ার ইন্ডিয়া বিমানের ভয়াবহ দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হলেও, অলৌকিকভাবে বেঁচে যায় ধ্যানশ, মাত্র আট মাসের এক শিশু। আর তার জীবন বাঁচানোর নেপথ্যে আছে এক মায়ের লড়াই, যিনি শুধু শরীর দিয়ে সন্তানকে আগুন থেকে বাঁচাননি, দিয়েছিলেন নিজের চামড়াও।
পাঁচ সপ্তাহ ধরে কঠিন লড়াইয়ের পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পান মা ও সন্তান। আগুন, ধোঁয়া আর যন্ত্রণার ভিতর দিয়েও মায়ের ভালবাসা আজ আবার এক নতুন জীবন দিয়েছে ধ্যানশকে।
#REL