দ্য ওয়াল ব্যুরো: না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান সিপিএম নেতা, রাজ্যসভার প্রাক্তন সাংসদ নেপালদেব ভট্টাচার্য (CPM leader Nepaldev Bhattacharya)। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সোমবার রাতে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রের খবর, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের প্রাক্তন সম্পাদক নেপালবাবুর রাজনৈতিক হাতেখড়ি ছাত্রাবস্থা থেকে। এসএফআই, শ্রমিক সংগঠন সিটু-সহ বাম রাজনীতির প্রতিটি শাখাতেই দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ জেলার রাজনৈতিক মহল।
#REL