দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকে বলিউডের রাজা ছিলেন তিনি। ছিলেন কমেডি কিং। কিন্তু ২০০০-এর পর থেকে আচমকাই যেন হারিয়ে যান গোবিন্দা। এমন নয় যে অভিনয়ক্ষমতার অভাব ছিল তাঁর মধ্যে। ইন্ডাস্ট্রির সকলের সঙ্গেও ভাল সম্পর্ক ছিল। তা সত্ত্বেও কী এমন হল যে গোবিন্দা চলে গেলেন বিস্মৃতির পথে?
প্রযোজক পহলজ নিহালানি ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম। গোবিন্দার বহু ছবির প্রযোজনা করেছেন তিনি। সম্পর্ক এখন আগের মতো না থাকলেও একসময় গোবিন্দাকে কাছ থেকে দেখা এই মানুষটাই মুখ খুলেছেন অভিনেতাকে নিয়ে। কেন হল পতন? পহলজের আঙুল জ্যোতিষী (পণ্ডিতজি)দের দিকে।