দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছু দিন ধরে বলিউড অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। এই গুজবের মধ্যেই গণেশ চতুর্থী উপলক্ষে দম্পতিকে প্রথমবার একসঙ্গে দেখা গেল। গণপতি বাপ্পাকে তাদের বাড়িতে স্বাগত জানানোর সময় সুনীতা গণমাধ্যমের সামনে তাদের সম্পর্ক নিয়ে কথা বলেন এবং জানান যে, তাদের মধ্যে সবকিছু ঠিক আছে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সুনীতা বলেন, "আজ আমরা এত কাছাকাছি... যদি কিছু হতো, তাহলে কি আমরা এত কাছে থাকতাম? আমাদের মধ্যে দূরত্ব থাকতো! কেউ আমাদের দুজনকে আলাদা করতে পারবে না, উপর থেকে ভগবান আসুক বা শয়তান আসুক। কেউ পারবে না।"