দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা বরাবরই দর্শকদের মুখে হাসি ফোটান। কিন্তু এবার আলোচনার কেন্দ্রে তাঁর স্ত্রী সুনীতা আহুজা। আর কারণটা বেশ অদ্ভুত! বিবাহবিচ্ছেদের গুঞ্জন পেরিয়ে তিনি হাজির হয়েছেন একেবারে নতুন রূপে, ইউটিউবার হিসেবে।
চণ্ডীগড়ের কয়েকটি মন্দির ভ্রমণ নিয়ে প্রথম ভ্লগে সুনীতা চমকে দিয়েছেন দর্শকদের। দেখা যায়, জঙ্গলে ঘেরা মহাকালী মন্দিরে যাওয়ার পথে তিনি হঠাৎ থামলেন একটি মদের দোকানে। কিনলেন দুই বোতল মদ, আর ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বললেন, “আমার জন্য নয়, বাবার জন্য… পূজোর কাজে লাগবে।”
#REL