দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা-র বিচ্ছেদ নিয়ে যখন জল্পনা চলছে, তখন সুনীতার একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে প্রকাশ্যে এসেছে। সেই সাক্ষাৎকারে তিনি কেবল পরকীয়ার ইঙ্গিতই দেননি, বরং অভিযোগ করেছেন যে গোবিন্দা মোটেও রোমান্টিক নন।
এই বছরের জানুয়ারিতে পিঙ্কভিলা হিন্দি রাশ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, “আমি ওকে বলেছি, পরের জন্মে যেন ও আমার স্বামী না হয়। ও কখনওই ঘুরতে যায় না। আমি ওর সঙ্গে বাইরে গিয়ে ফুচকা খেতে চাই, কিন্তু ও সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকে।”
#REL