দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরে অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। এই গুজবের মাঝেই বুধবার এই দম্পতিকে প্রথমবার একসঙ্গে দেখা গেল। গণেশ চতুর্থীর উৎসবে তারা একসঙ্গে যোগ দিয়েছেন। তাদের একসঙ্গে তোলা ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, গোবিন্দা এবং সুনীতা দুজনেই একই রঙের পোশাক পরেছেন। গোবিন্দা একটি মেরুন রঙের পাঞ্জাবি পরেছেন এবং সুনীতাকে একই রঙের শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছিল। তাদের মুম্বইয়ের বাড়িতে গণপতি বাপ্পাকে স্বাগত জানানোর পর তারা পাপারাজ্জিদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।