দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা গোবিন্দা সম্প্রতি মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু তাঁর স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি তাঁর একটি ভ্লগে জানান, গোবিন্দার হাসপাতালে ভর্তি হওয়ার খবর তিনি অভিনেতার একটি সাক্ষাৎকার দেখে জানতে পারেন।
জানা যায়, গত বুধবার রাত ১টা নাগাদ বাড়িতেই অজ্ঞান হয়ে যান গোবিন্দা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর ওই দিন দুপুরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে বেরিয়ে গোবিন্দা নিজেও জানান, তিনি পুরোপুরি সুস্থ আছেন।
#REL