দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের রেলযাত্রীদের জন্য সুখবর! আজ শনিবার পথচলা শুরু হচ্ছে জলপাইগুড়ি রোড-শিয়ালদহ হামসফর এক্সপ্রেসের (Jalpaiguri-Sealdah Humsafar Express)।
২১ কোচের ওই সাপ্তাহিক ট্রেনটির এদিন দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনে অনুষ্ঠানিক উদ্বোধন হবে। উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানান, শনিবার দুপুর দু’টোয় স্পেশাল এই ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে পরদিন ভোর চারটেয় শিয়ালদহ পৌঁছবে। তিনি জানিয়েছেন, ৫৮৪ কিমি যাত্রাপথের এই ট্রেনটি ২০ জুন থেকে পুরোদমে চলতে শুরু করবে।
#REL