দ্য ওয়াল ব্যুরো: ভারতের ঐতিহ্যবাহী প্রিন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে স্পোর্টসওয়্যারে অভিনবত্ব আনল নাইকি (Nike)। এই সংস্থা তাঁদের নতুন কালেকশনে টাই অ্যান্ড ডাই বা রাজস্থানের বাঁধনিকে জায়গা দিয়েছে। স্পোর্টসওয়্যারের ক্ষেত্রে এমন প্রিন্টের ব্যবহার সম্ভবত এই প্রথম।
জানা গেছে, দিল্লির স্ট্রিটওয়্যার ব্র্যান্ড 'নরব্ল্যাক নরহোয়াইট' (NorBlack NorWhite)-এর সঙ্গে যৌথভাবে এই কাজ করেছে নাইকি। তথ্য বলছে, এই প্রথমবার কোনও ভারতীয় লেবেলের সঙ্গে কাজ করল এই স্পোর্টসওয়্যার ব্র্যান্ড। ফলে যথেষ্ট উচ্ছ্বসিত ফ্যাশনিস্তারা।
#REL