দ্য ওয়াল ব্যুরো: ‘আত্মসমর্পণ করতে হবে’— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পাল্টা জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই বলেন, ‘এই ধরনের কথা ট্রাম্পের মুখে মানায় না।’
বৃহস্পতিবার এক দীর্ঘ বক্তব্যে, ট্রাম্পের দাবি ও সাম্প্রতিক মার্কিন হামলার ‘সাফল্য’ নিয়ে তীব্র সমালোচনা করেন খামেনেই। X (সাবেক টুইটার)-এ তিনি লেখেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, ‘ইরানকে আত্মসমর্পণ করতে হবে’। এধরনের কথা তার মুখে মানায় না। এ মার্কিন প্রেসিডেন্টের মতো কারও বলার উপযুক্ত নয়।’