দ্য ওয়াল ব্যুরো: ২০১৯-এ শুটিং শুরু হলেও ২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘পঞ্চায়েত’। আর তারপর থেকেই বদলে যেতে থাকে ভারতের ওয়েব সিরিজ জগতের ছবিটা। শহুরে ছাঁচ ভেঙে গ্রামবাংলার সরল জীবন, বাস্তবধর্মী সংলাপ, রাজনৈতিক ব্যঙ্গ এবং হৃদয়স্পর্শী গল্প—সব মিলিয়ে এই সিরিজ এক অন্যধারার জনপ্রিয়তা পেয়েছে।
‘পঞ্চায়েত’ কেবল একটা সিরিজ নয়, এটা এখন এক আবেগ। সিরিজের চতুর্থ সিজন মুক্তি পাচ্ছে ২০২৫-এর জুন মাসেই। আর এই নতুন সিজন শুরুর আগেই সামনে এল একটি গুরুত্বপূর্ণ তথ্য—‘পঞ্চায়েত সিজন ৪’-এর অভিনেতারা কে কত পারিশ্রমিক পাচ্ছেন?
#REL