শুভঙ্কর চক্রবর্তী
ভারতীয় ক্রিকেট মানেই এক আবেগ। বাইশ গজের লড়াই মানেই রক্তে আগুন। আর সেই আগুনের অন্যতম নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ছেলেটি, যিনি একদিন কলকাতার গলিপথ থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেটকে দিলেন নতুন আত্মবিশ্বাস, নতুন লড়াইয়ের মানসিকতা। যাঁকে বলা হয় প্রিন্স অফ ক্যালকাটা, আবার যিনি দাদাগিরির প্রতীক—তাঁর জীবনের রঙিন অধ্যায় এবার ধরা দেবে সিলভার স্ক্রিনে।