দ্য ওয়াল ব্যুরো: নৃশংস ঘটনার সাক্ষী থাকল মহেশতলা (Mahestala) । এক ৮০ বছরের বৃদ্ধা মহিলাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁরই ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের নাম সঞ্জয় ঘোষ (৫০)। মৃতার নাম বিজলি ঘোষ।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছেলে সঞ্জয়ের সঙ্গে একাই থাকতেন বৃদ্ধা। মৃতার স্বামী মৃত্যুঞ্জয় ঘোষ বহু বছর আগেই মারা গিয়েছেন। সঞ্জয়ের বিরুদ্ধে আগেও মারধরের অভিযোগ ছিল। কয়েক মাস আগে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছিল। পুলিশে অভিযোগও হয়েছিল, কিন্তু কার্যকর পদক্ষেপ হয়নি বলেই মনে করছেন স্থানীয়রা।
#REL