দ্য ওয়াল ব্যুরো: সব নামী ডিজাইনারই এই ফেস্টিভ সিজনে তাঁদের ফল-উইন্টার কালেকশন লঞ্চ করেন। দীপাবলির ঠিক আগেই ফ্লোটেলে তাঁর ফেস্টিভ কালেকশনের ফোটোশ্যুট করালেন ডিজাইনার রাইকিশোরী। পোশাক যেমন সবার জন্য ঠিক সেরকমই মনে রাখতে হবে সব পোশাক সবার জন্য নয়। কার কী পোশাক পরা উচিত, কোন অকেশনে কেমন পোশাক পরতে হবে, তা টলিউডের তারকাদের সাজিয়ে দেখালেন ডিজাইনার।

#REL