দ্য ওয়াল ব্যুরো: কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে বিগত ১০ দিন ধরে দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশ রয়্যাল নেভির একটি এফ-৩৫বি লাইটনিং টু যুদ্ধবিমান। মার্কিন লকহিড মার্টিন নির্মিত এই পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটারটির দাম ১১০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৯২০ কোটি টাকারও বেশি। জুন ১৪ তারিখে জরুরি অবতরণের পর থেকেই এটি বিমানবন্দরের পার্ক করে রাখা হয়েছে।
কী হয়েছিল ১৪ জুন?